আজকের পত্রিকা অনলাইন ডেস্ক
সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।
২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।
সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।
২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ড্যানিশ ভোক্তারা কোকা-কোলা বয়কট করছেন।
২৩ মিনিট আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে