Ajker Patrika

ডুবন্ত শহরে পুরোনো জাহাজ

আজকের পত্রিকা অনলাইন ডেস্ক
ডুবন্ত শহরে পুরোনো জাহাজ

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।

২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।

আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত