ইতালির যে গ্রামে কেউ ইতালীয় ভাষায় কথা বলেন না
যে দেশে বসবাস, সেই দেশের ভাষাতেই যদি কথা না বলে, তাহলে ব্যাপারটা অদ্ভুতই হবে, তাই না? এমনটাই হয়ে আসছে ইতালির সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো নামের গ্রামটিতে। গ্রামটি ‘লিটল প্রোভেন্স’ নামেও পরিচিত। ইতালির নাগরিক হয়েও ওই গ্রামের বাসিন্দারা ইতালিয়ান ভাষায় কথা বলেন না।