বাংলা ভাষার প্রতি দায় বাড়ুক
ফেব্রুয়ারি মাস, বাংলা ভাষার মাস। সারা বছর তেমনভাবে গুরুত্ব না দেওয়া হলেও ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষাকে নিয়ে বেশ আয়োজন চলে, দেওয়া হয় গুরুত্ব। চলে নানান আনুষ্ঠানিকতা। বাংলাপ্রীতির নমুনা দেখা যায় অজস্র। বাংলা ভাষাকে নিয়ে তৎপরতা দেখা যায়, গুরুত্ব দেওয়া হয় সারা বছরের তুলনায়