হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে লুটপাটের মামলা দিল আসামিপক্ষ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে দুই বন্ধু হত্যা মামলার বাদী, সাক্ষী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মূলত হত্যা মামলা থেকে আসামিদের বাঁচাতে মিথ্যা অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে বলে হত্যা মামলার বাদী পক্ষের অভিযোগ।