‘পা' দিয়ে লিখে গুচ্ছ ভর্তিযুদ্ধে সুরাইয়া
সুরাইয়ার ভাষা অস্পষ্ট, ইশারায় ভাববিনিময় করেন। হাত অকেজো থাকায় পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে গেছেন সুরাইয়া। উচ্চ মাধ্যমিক পাশ করে সেই পা দিয়ে লিখেই ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন অদম্য সুরাইয়া।