ডলার বাজারের ওপর কড়া নজরদারি শুরু
খোলাবাজারের মানি চেঞ্জার্সদের কাছে ডলার পাওয়াটা সোনার হরিণের মতো হয়েছে। তবে ডলার যে পাওয়া যায় না, তা নয়। বাড়তি দাম দিলেই মেলে খোলাবাজারের ডলার। তবে বৈধ ব্যবসায়ীদের পরিবর্তে অবৈধ কারবারিদের কাছে পাওয়া যায়। এমন তথ্য বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের কাছে রয়েছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিত