Ajker Patrika

গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩: ০৮
গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ধরা খেয়ে তাঁদের জরিমানা গুনতে হয়েছে। 

আজ শুক্রবার সকালে সদরের বড় বাজার, মিরপুর ওয়াপদা বাজার ও কড্ডা মোড় এলাকায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসে রং মেশানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। 

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

সহকারী পরিচালক বলেন, ‘ছুটির দিনে মাংসের দোকানে চাপ বেশি থাকে। এ সুযোগে তারা গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি করছিল। এভাবেও যে রং মেশানো হয়, এটা আগে জানতাম না। পরে অভিযান চালিয়ে মিরপুর ওয়াপদা বাজারের জুলমত মাংসের দোকানকে ৫ হাজার এবং কড্ডা মোড়ের রেজাউল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি আরও বলেন, এ ছাড়া কেউ ওজনে কারচুপি করছে কিনা, মূল্যতালিকা প্রদর্শন করছে কিনা, গাভির মাংস ষাঁড় বলে বিক্রি করছে কিনা এসব বিষয়েও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত