অপহরণের ৩৪ দিন পর সাতক্ষীরা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
অপহরণের ৩৪ দিন পর যশোরের কাপড় ব্যবসায়ী রেজাউল ইসলামের সন্ধান পেয়েছে পুলিশ, তবে জীবিত নয়, মৃত। আজ রোববার সাতক্ষীরার আশাশুনি দক্ষিণ একসরা গ্রামের একটি বাগানে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। এ সময় খোকন মোল্লা নামের একজনকে আটক করা হয়েছে।