রক্তে যাঁর অভিযানের রোমাঞ্চ
চালিভাংগা গ্রামটি দ্বীপের মতো। এর চারদিকে মেঘনা নদী। বর্ষায় এর রূপ ভয়ংকর হয়ে ওঠে, সেটা না বললেও বোঝা যায়। শীতে এর অবস্থা ভয়াবহ থাকে কুয়াশার কারণে। এই দ্বীপের মতো গ্রামটিতে জন্ম এবং বর্ষায় মেঘনার ভয়ংকর রূপের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা মো. আল-আমিন আকিকের। সে জন্যই হয়তো এই ত্রিশ না হয়ে ওঠা বয়সে অভিযাত্