শ্রমিকদের ঈদ বোনাস চলে যায় বাস মালিকদের পকেটে
শ্রমিকদের ঈদের বোনাস বেসিক বেতনের চেয়ে কম হয়। ন্যূনতম বেতন অনুযায়ী যে সকল শ্রমিক বেতন পান, তারা ঈদের বোনাস ৪ হাজারের বেশি পান না। কিন্তু এই শ্রমিকগুলো যখন ঈদে বাড়ি যেতে চান তখন বাসের বাড়তি ভাড়া শ্রমিকদের ঘাড়েই পড়ে। বাসের পাঁচ-ছয় শ টাকার ভাড়া এখন ১৫০০-২০০০। আপ-ডাউন করতে গেলে শ্রমিকদের প্রায় ৪ হাজার ট