সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শিমরাইল-ডেমরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় অগ্নিসংযোগ করেন। এতে প্রায় এক ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকালে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ভাতার দাবি জানান। পরে শিল্পাঞ্চল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিকেল ৬টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।
শ্রমিকেরা জানান, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডে ৫০০ থেকে ৬০০ শ্রমিক কাজ করেন। কারও দুই মাস, কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে।
অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের কর্মরত শ্রমিকদের অভিযোগ, তাঁরা পাঁচ বছর ধরে ওভারটাইমের অতিরিক্ত কোনো টাকা পান না। এ সমস্যার মধ্যেই তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে তাঁদের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক জানান, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২০১৭ সাল থেকে তাঁদের ওভারটাইমের বেতন পরিশোধ করছে না। এ ছাড়া তাঁদের তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা মালিক কর্তৃপক্ষ বললেও এখনো কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেয়নি।
এক নারী শ্রমিক জানান, বোনাস তো দূরের কথা, মালিক কর্তৃপক্ষ তাঁদের বকেয়া বেতনই দিচ্ছে না। বেতন না পাওয়ায় তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে।
শ্রমিকদের অবরোধের কারণে শিমড়াইল-ডেমরা সড়কের যানজটে আটকে পড়া রফিক উদ্দিন নামের এক প্রাইভেট কারের চালক বলেন, ‘আমি এয়ারপোর্টে যাব মালিককে আনতে। আজ রাতে তিনি ঢাকায় আসবেন। এখন যদি সময়মতো না যেতে পারি, তাহলে আমার অনেক সমস্যায় পড়তে হবে। এই অবরোধ কখন শেষ হবে, আর আমি কখন যাব, তা বুঝতে পারছি না।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘বিকেলের দিকে শ্রমিকেরা আন্দোলন করলে আমরা রাস্তা থেকে তাঁদের সরিয়ে দিই। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ভাতার দাবিতে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকেরা বিকেলের দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হলে বুঝিয়ে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিই। শ্রমিকেরা যেন আবারও বিশৃঙ্খলা না করতে পারেন, সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শিমরাইল-ডেমরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় অগ্নিসংযোগ করেন। এতে প্রায় এক ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকালে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ভাতার দাবি জানান। পরে শিল্পাঞ্চল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিকেল ৬টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।
শ্রমিকেরা জানান, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডে ৫০০ থেকে ৬০০ শ্রমিক কাজ করেন। কারও দুই মাস, কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে।
অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের কর্মরত শ্রমিকদের অভিযোগ, তাঁরা পাঁচ বছর ধরে ওভারটাইমের অতিরিক্ত কোনো টাকা পান না। এ সমস্যার মধ্যেই তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে তাঁদের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক জানান, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২০১৭ সাল থেকে তাঁদের ওভারটাইমের বেতন পরিশোধ করছে না। এ ছাড়া তাঁদের তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা মালিক কর্তৃপক্ষ বললেও এখনো কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেয়নি।
এক নারী শ্রমিক জানান, বোনাস তো দূরের কথা, মালিক কর্তৃপক্ষ তাঁদের বকেয়া বেতনই দিচ্ছে না। বেতন না পাওয়ায় তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে।
শ্রমিকদের অবরোধের কারণে শিমড়াইল-ডেমরা সড়কের যানজটে আটকে পড়া রফিক উদ্দিন নামের এক প্রাইভেট কারের চালক বলেন, ‘আমি এয়ারপোর্টে যাব মালিককে আনতে। আজ রাতে তিনি ঢাকায় আসবেন। এখন যদি সময়মতো না যেতে পারি, তাহলে আমার অনেক সমস্যায় পড়তে হবে। এই অবরোধ কখন শেষ হবে, আর আমি কখন যাব, তা বুঝতে পারছি না।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘বিকেলের দিকে শ্রমিকেরা আন্দোলন করলে আমরা রাস্তা থেকে তাঁদের সরিয়ে দিই। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ভাতার দাবিতে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকেরা বিকেলের দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হলে বুঝিয়ে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিই। শ্রমিকেরা যেন আবারও বিশৃঙ্খলা না করতে পারেন, সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১৬ দিন আগেভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫