তুমি আমি ম্যাচিং ম্যাচিং
ঘুম থেকে উঠেই প্রিয় মানুষটির ফোন, ‘চলো না আজ একই রকম টি-শার্ট পরে বের হই!’ তারপর ম্যাচিং টি-শার্টেই সারা দিন কাটে। শুধু টি-শার্টের কথাই-বা হচ্ছে কেন। রং মিলিয়ে পোশাক পরতে এখন অনেক যুগলই ভালোবাসেন। দেখতেও ভালো লাগে। সঙ্গীর প্রতি আবেগ প্রদর্শনের একটি চমকপ্রদ উপায় হতে পারে ম্যাচিং পোশাক।