বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁরা প্রেম করছেন বলে জানা গিয়েছিল। এরপর অনেকদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বছরের শেষ দিনে এসে জানা গেল আগামী বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তাঁরা। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে।
বিয়ে ৬ ফেব্রুয়ারিতে হলেও তাঁদের বিয়ের পূর্বের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি এবং পরিবারের সঙ্গে সেখানে উদ্যাপন করা হবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল সম্পত্তি। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে না, চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।
কয়েক বছর ধরেই নাকি প্রেম করছিলেন সিদ্ধার্থ-কিয়ারার। অথচ এই বিষয়ে কেউই এত দিন মুখ খোলেননি। যদিও তাঁদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তাঁরা হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’ শেষমেশ তাঁদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁরা প্রেম করছেন বলে জানা গিয়েছিল। এরপর অনেকদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বছরের শেষ দিনে এসে জানা গেল আগামী বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তাঁরা। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে।
বিয়ে ৬ ফেব্রুয়ারিতে হলেও তাঁদের বিয়ের পূর্বের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি এবং পরিবারের সঙ্গে সেখানে উদ্যাপন করা হবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল সম্পত্তি। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে না, চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।
কয়েক বছর ধরেই নাকি প্রেম করছিলেন সিদ্ধার্থ-কিয়ারার। অথচ এই বিষয়ে কেউই এত দিন মুখ খোলেননি। যদিও তাঁদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তাঁরা হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’ শেষমেশ তাঁদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে