আর্থিক ক্ষতির কথা ভেবে কোহলিকে বাদ দিতে ভয় পাচ্ছে বিসিসিআই
আড়াই বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি নেই বিরাট কোহলির। সম্প্রতি ব্যাট হাতে রানখরায়ও ভুগছেন কোহলি। অফ ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে তাঁর জায়গা হয়নি তাঁর। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানিয়েছে, বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।