Ajker Patrika

করোনায় আক্রান্ত দ্রাবিড়কে রেখেই এশিয়া কাপে রোহিত-কোহলিরা

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬: ০৬
করোনায় আক্রান্ত দ্রাবিড়কে রেখেই এশিয়া কাপে রোহিত-কোহলিরা

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আরব আমিরাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু শনিবার। তার আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। 

দেশটির শীর্ষ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগমুহূর্তে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে রেখেই দুবাইয়ে রওনা হয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দলের বাকি সদস্যরাও আগামীকাল দুবাই পৌঁছে যাবেন। 

বার্তা সংস্থা এএনআই বলছে, করোনা পজিটিভ দ্রাবিড় আপাতত আইসোলেশনে আছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ এলে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

তবে দ্রাবিড় পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে ভিভিএস লক্ষ্মণকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাঠাবে ভারত। লক্ষ্মণের অধীনেই সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে লোকেশ রাহুলের দল। এশিয়া কাপের ভারতীয় দলে রোহিতের ডেপুটি রাহুলও জিম্বাবুয়ে থেকে সরাসরি দুবাই যাচ্ছেন। 

এর আগে চোটে পড়ে ছিটকে গেছেন গতিতারকা জাসপ্রীত বুমরা ও পেসার হার্শাল প্যাটেল। এবার কোচ দ্রাবিড় করোনা পজিটিভ হওয়ায় বিপদ বাড়ল বর্তমান চ্যাম্পিয়নদের। 

শনিবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। পরদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিয়ে শুরু ভারতের শিরোপা ধরে রাখার অভিযান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত