পাকিস্তানে খেলতে গেলেই বিসিবিতে বিপদ!
রসিকতা করে এক ক্রিকেটপ্রেমী বলছিলেন, ‘পাকিস্তানে গেলেই বিপদ!’ সে কেমন বিপদ? একটু পেছনের সূত্র ধরেই বললেন, ‘গত বছর (আগস্টে) জাতীয় দল পাকিস্তান সফরে থাকাকালীন নাজমুল হাসান পাপনের পদত্যাগ, তাঁর জায়গায় সভাপতি হওয়া ফারুক আহমেদেরও এবার একই ঘটনা।’