ক্রীড়া ডেস্ক
এক বছরের বেশি সময় বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছিল না বাংলাদেশ দলের। অবশেষে কোচিং প্যানেলে নতুন করে জাতীয় দলের ফিল্ডিং কোচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট নতুন ফিল্ডিং কোচ শান্ত-মিরাজদের। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করেন। জাতীয় দলের হয়ে না খেললেও অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।
প্যামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তাঁর প্রধান ভূমিকা ছিল ফিল্ডিংয় কোচিংয়ে। ২০১৮ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) হাই পারফরম্যান্স কোচ হিসেবে প্যামেন্ট নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নিউজিল্যান্ড দলের সহকারী কোচও ছিলেন। প্যামেন্ট যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সাময়িক পালন করেছেন।
বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বসিত প্যামেন্ট বলেছেন, ‘একটি অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ এর আগে ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। ২০২৩ সালের শেষ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি।
এক বছরের বেশি সময় বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছিল না বাংলাদেশ দলের। অবশেষে কোচিং প্যানেলে নতুন করে জাতীয় দলের ফিল্ডিং কোচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট নতুন ফিল্ডিং কোচ শান্ত-মিরাজদের। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করেন। জাতীয় দলের হয়ে না খেললেও অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।
প্যামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তাঁর প্রধান ভূমিকা ছিল ফিল্ডিংয় কোচিংয়ে। ২০১৮ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) হাই পারফরম্যান্স কোচ হিসেবে প্যামেন্ট নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নিউজিল্যান্ড দলের সহকারী কোচও ছিলেন। প্যামেন্ট যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সাময়িক পালন করেছেন।
বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বসিত প্যামেন্ট বলেছেন, ‘একটি অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ এর আগে ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। ২০২৩ সালের শেষ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে