ব্যাটিংয়ে ঝড় কমই উঠল
প্রচারের কাজ যত ঘটা করে হয়েছে, মাঠের খেলা কি ঠিক ততটা মন ভরাতে পারল? আজ ২০২৪ এনসিএল টি-টোয়েন্টির ফাইনালের আগে এ প্রশ্নই আসছে। সম্প্রচার, প্রাইজমানি কিংবা আম্পায়ারিং নিয়ে তেমন বিতর্ক নেই। এসব প্রত্যাশা মেটানো গেলেও খেলা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন, এমন খেলোয়াড়ের তালিকা খুব একটা বড় হচ্ছে না। অথচ টুর্না