১৬ শহরে হবে ২০২৬ বিশ্বকাপ
কাতার বিশ্বকাপের ৩২ দল এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শুরু হয়ে গেছে ক্ষণগণনা। এর মধ্যে ফিফা আগাম জানিয়ে দিল ২০২৬ বিশ্বকাপ ফুটবল হবে কোন কোন শহরে। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে ১৬টি শহরে। যার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর আছে।