তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি উয়ে সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার সিলার।
গতকাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
১৯৬৬ বিশ্বকাপে সিলারের নেতৃত্বই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি। যদিও ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হেরেছিল জার্মানি। সব মিলিয়ে দেশের হয়ে ৭০-এরও বেশি ম্যাচ খেলেছেন, ৪০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর একটি ক্লাবেই কাটিয়ে দিয়েছেন গোটা ক্যারিয়ার। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেক হয়। এরপর পর ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। হামবুর্গের হয়ে সিলার শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে।
প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল করেছিলেন সিলার। ২০০৪ সালে এখনো জীবিত আছেন এমন খেলোয়াড়দের নিয়ে বানানো ফিফার সর্বকালের সেরা ১২৫-এর তালিকায় সিলারকে রেখেছিলেন কিংবদন্তি পেলে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সিলারের মৃত্যুতে টুইট করেন, ‘তিনি ছিলেন অনেকের রোল মডেল। আমরা তাকে মিস করব।’ ১৯৩৬ সালে জন্ম নেওয়া সিলার খেলা ছাড়ার পর হামবুর্গের সভাপতি হয়েছিলেন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯৮ সালে পদটি ছেড়ে দেন।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কিংবদন্তি অলিভার কান সিলারের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘জার্মান ফুটবল এবং সেরা খেলোয়াড়দের নিয়ে ভাবলে উয়ে সিলারের নাম আসবেই।’
তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি উয়ে সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার সিলার।
গতকাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
১৯৬৬ বিশ্বকাপে সিলারের নেতৃত্বই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি। যদিও ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হেরেছিল জার্মানি। সব মিলিয়ে দেশের হয়ে ৭০-এরও বেশি ম্যাচ খেলেছেন, ৪০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর একটি ক্লাবেই কাটিয়ে দিয়েছেন গোটা ক্যারিয়ার। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেক হয়। এরপর পর ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। হামবুর্গের হয়ে সিলার শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে।
প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল করেছিলেন সিলার। ২০০৪ সালে এখনো জীবিত আছেন এমন খেলোয়াড়দের নিয়ে বানানো ফিফার সর্বকালের সেরা ১২৫-এর তালিকায় সিলারকে রেখেছিলেন কিংবদন্তি পেলে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সিলারের মৃত্যুতে টুইট করেন, ‘তিনি ছিলেন অনেকের রোল মডেল। আমরা তাকে মিস করব।’ ১৯৩৬ সালে জন্ম নেওয়া সিলার খেলা ছাড়ার পর হামবুর্গের সভাপতি হয়েছিলেন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯৮ সালে পদটি ছেড়ে দেন।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কিংবদন্তি অলিভার কান সিলারের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘জার্মান ফুটবল এবং সেরা খেলোয়াড়দের নিয়ে ভাবলে উয়ে সিলারের নাম আসবেই।’
আন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলী খুব একটা নিয়মিত নন। হবেন কী করে! মাঠের পারফরম্যান্সে নিজেকে তো সেভাবে প্রমাণ করতে পারেননি। কিন্তু ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৪ মিনিট আগেআন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর বিরাট কোহলি-রোহিত শর্মা এখন ব্যস্ত ওয়ানডে নিয়ে। ওয়ানডেতে রোহিত-কোহলি সবশেষ খেলেছেন এ বছরের ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
১ ঘণ্টা আগেসাথিরা জাকির জেসির যাত্রা যেন একটার পর একটা মাইলফলক ছোঁয়ার গল্প। একসময় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের বড় মুখ। সেখান থেকে কোচ, ক্লাব কর্মকর্তা, অতঃপর এখন আম্পায়ার।
২ ঘণ্টা আগেজর্জিনা রদ্রিগেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিচয় তো আজকের নয়। রোনালদো-রদ্রিগেজ জুটি একে অপরকে চেনেন ৯ বছর ধরে। দীর্ঘ সময় ধরে পরিচিত এই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব রোনালদো দিয়েছেন গত সপ্তাহে।
২ ঘণ্টা আগে