বেইজিং বিমানবন্দরে ৬ লাখ ডোজ টিকা, ঢাকায় পৌঁছাবে রোববার
ঢাকার চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে নতুন করে যে ছয় লাখ টিকা দেওয়া হবে, সেই টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে টিকাগুলো কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং বিমানবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন এই টিকা দেশে পৌঁছাবে