তিন ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে, দুপুর ১টার দিকে চলাচল স্বাভাবিক হয়। তবে এই সময়ে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।