বাংলাদেশ সরকারের অর্থায়নে বিমানবন্দর রুটেই বাংলাদেশে পাতাল মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে। প্রকল্প শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। যাত্রী ধারণ ক্ষমতা দৈনিক ৮ লাখ।
অবকাঠামোর ধরণ পাতাল এবং উড়াল। মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪১ কিলোমিটার। স্টেশন সংখ্যা ২১টি। দুটি রুটে চলবে পাতাল মেট্রোরেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পূর্বাচল রুট।
বিমানবন্দর রুটের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার (সম্পূর্ণ অংশ পাতাল)। বিমানবন্দর রুটের স্টেশন ১২টি। বিমানবন্দর রুটের স্টেশনসমূহ, বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-নদ্দা-নতুন বাজার, উত্তর বাড্ডা-বাড্ডা-আফতাব নগর-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর। বিমানবন্দর রুটেই বাংলাদেশে প্রথম পাতাল মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে।
বিমানবন্দর রুট-২ দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬১ কিলোমিটার। বিমানবন্দর রুটের স্টেশন ৯টি। তন্মধ্যে ৭টি স্টেশন হবে উড়ালে। নদ্দা ও নতুন বাজার স্টেশনদ্বয় বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। নদ্দা ও নতুন বাজার স্টেশনের আন্তঃফুট সংযোগ ব্যবহার করে বিমানবন্দর থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে।
বিমানবন্দর রুটের স্টেশন সমূহ, নতুন বাজার নদ্দা-জোয়ার সাহারা-বোয়ালিয়া-মস্তুল-শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম-পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব-পূর্বাচল টার্মিনাল।
যাতায়াতের সময়
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১২টি স্টেশনে থেমে ২৪ মিনিট ৩০ সেকেন্ড।
নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৯টি স্টেশন থেমে ২০ মিনিট ৩৫ সেকেন্ড।
কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ১৬টি স্টেশন থেমে ৪০ মিনিট।
বাংলাদেশ সরকারের অর্থায়নে বিমানবন্দর রুটেই বাংলাদেশে পাতাল মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে। প্রকল্প শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। যাত্রী ধারণ ক্ষমতা দৈনিক ৮ লাখ।
অবকাঠামোর ধরণ পাতাল এবং উড়াল। মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪১ কিলোমিটার। স্টেশন সংখ্যা ২১টি। দুটি রুটে চলবে পাতাল মেট্রোরেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পূর্বাচল রুট।
বিমানবন্দর রুটের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার (সম্পূর্ণ অংশ পাতাল)। বিমানবন্দর রুটের স্টেশন ১২টি। বিমানবন্দর রুটের স্টেশনসমূহ, বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-নদ্দা-নতুন বাজার, উত্তর বাড্ডা-বাড্ডা-আফতাব নগর-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর। বিমানবন্দর রুটেই বাংলাদেশে প্রথম পাতাল মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে।
বিমানবন্দর রুট-২ দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬১ কিলোমিটার। বিমানবন্দর রুটের স্টেশন ৯টি। তন্মধ্যে ৭টি স্টেশন হবে উড়ালে। নদ্দা ও নতুন বাজার স্টেশনদ্বয় বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। নদ্দা ও নতুন বাজার স্টেশনের আন্তঃফুট সংযোগ ব্যবহার করে বিমানবন্দর থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে।
বিমানবন্দর রুটের স্টেশন সমূহ, নতুন বাজার নদ্দা-জোয়ার সাহারা-বোয়ালিয়া-মস্তুল-শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম-পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব-পূর্বাচল টার্মিনাল।
যাতায়াতের সময়
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১২টি স্টেশনে থেমে ২৪ মিনিট ৩০ সেকেন্ড।
নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৯টি স্টেশন থেমে ২০ মিনিট ৩৫ সেকেন্ড।
কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ১৬টি স্টেশন থেমে ৪০ মিনিট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
২ ঘণ্টা আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
২ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
৩ ঘণ্টা আগে