লিবিয়া থেকে ফিরলেন আরও ১৫০ বাংলাদেশি
লিবিয়ায় আটকে পড়া আরও দেড় শতাধিক বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।