‘আ.লীগ ক্ষমতায় থাকলে কোনো দিন কারাগার থেকে মুক্ত হতে পারতাম না’
রবিউল জানান, ১৭ বছর বয়সে বিডিআরে চাকরি পান। প্রশিক্ষণ শেষে সদর দপ্তর পিলখানায় যোগদানের ১৯ দিনের মাথায় বিডিআর বিদ্রোহের ঘটনা তাঁর চোখের সামনে। চাকরির এই ১৯ দিনে সদর দপ্তরের সবকিছুই তাঁর কাছে অচেনা ছিল। ঘটনার দিন বিডিআর সদর দপ্তরে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে তিনিও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।