বিজেপির শুভেন্দুর কাছে খবর আছে, ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে ৩ লাখ ‘হাতে টানা রিকশা’
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আজ সোমবার শুভেন্দু অধিকারী বলেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে, ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায় (পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরে ভারতীয় বিমানঘাঁটি)।’