ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পান। তাঁরা বর্তমানে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিরোধীদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বিজেপির দুজন সংসদ সদস্য হলেন ওডিশার প্রতাপ সারঙ্গি ও উত্তর প্রদেশের মুকেশ রাজপুত।
সম্প্রতি, অমিত শাহর বিরুদ্ধে ভারতের সংবিধান প্রণেতা ও সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগ আনে বিরোধী দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সংসদ ভবনের সামনে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি জোটভুক্ত এনডিএর সংসদ সদস্যরা। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হন।
বিজেপি অভিযোগ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন।
রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘প্রতাপ সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর কপাল কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল।’
মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায় আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর জ্ঞান ফিরে আসে।’ অজয় শুক্লা আরও বলেন, ‘দুজনই আইসিইউতে আছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’
বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দায়ী করে বলেন, ‘আপনার কি লজ্জা নেই রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’
তবে পাল্টা অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি সংসদ ভবনে প্রবেশ করছিলাম। এ সময় বিজেপির সংসদ সদস্যরা আমাকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেয়, ধাক্কা দেয় ও হুমকি দিতে থাকে।’
ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পান। তাঁরা বর্তমানে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিরোধীদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বিজেপির দুজন সংসদ সদস্য হলেন ওডিশার প্রতাপ সারঙ্গি ও উত্তর প্রদেশের মুকেশ রাজপুত।
সম্প্রতি, অমিত শাহর বিরুদ্ধে ভারতের সংবিধান প্রণেতা ও সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগ আনে বিরোধী দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সংসদ ভবনের সামনে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি জোটভুক্ত এনডিএর সংসদ সদস্যরা। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হন।
বিজেপি অভিযোগ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন।
রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘প্রতাপ সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর কপাল কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল।’
মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায় আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর জ্ঞান ফিরে আসে।’ অজয় শুক্লা আরও বলেন, ‘দুজনই আইসিইউতে আছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’
বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দায়ী করে বলেন, ‘আপনার কি লজ্জা নেই রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’
তবে পাল্টা অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি সংসদ ভবনে প্রবেশ করছিলাম। এ সময় বিজেপির সংসদ সদস্যরা আমাকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেয়, ধাক্কা দেয় ও হুমকি দিতে থাকে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৮ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে