সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, উদ্ধারে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ
কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গা বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে। আজ শনিবার ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পরুষ ও শিশুকে উদ্ধার করেছে।