নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চাকঢালা, নিকুছড়ি, জামছড়ি, সাপমারাঝিরি হয়ে অনেক পণ্য চোরাচারাচালান করছেন দুই দেশের চিহ্নিত পাচারকারীরা। তাঁরা বাংলাদেশ থেকে পাচার করছেন তেল, সার, ওষুধ, স্থানীয়ভাবে তৈরি গুলি-অস্ত্রসহ হরেক রকম পণ্য। এর মধ্যে সর্বশেষ আজ গেল দুটি দামি গাড়ি। একটি পিকআপ (ছোট ট্রাক), দ্বিতীয়টি খোলা জিপ। আর মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হচ্ছে ইয়াবা, সোনা, ক্রিস্টাল মেথ বা আইস, গবাদিপশুসহ বিভিন্ন রকম পণ্য।
সীমান্তের বাসিন্দা আবদুল হাকিম, আবদুর রহিম, ছৈয়দ আহমদসহ অনেকে জানান, চোরাকারবারি মাদু, সেলিম ও নূর মোহাম্মদের সিন্ডিকেট আজ গাড়ি দুটি পাচারে জড়িত। গাড়ি দুটি পাচারে দুজন সোর্সসহ ৩০ জন চেকার মোতায়েন ছিলেন বলে তাঁদের ভাষ্য।
গাড়ি দুটি পাচারে চাকঢালার কালুফকির সড়ক ও আশারতলী-সাপমারাঝিরি হয়ে গয়ালমারা দিয়ে পুরানমাইজ্জা সীমান্ত পয়েন্টে মিয়ানমারে ঢোকে বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য। তাঁরা বলেন, গাড়ি দুটি ওপারে পাচারে বাধা আসায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিন্ডিকেটের প্রধান মোহাম্মদ হোসেন মাদু বলেন, মানুষে বললে তিনি কী করবেন। এ দুটি গাড়ি পাচারে তিনি জড়িত নন।
একই বক্তব্য দেন সেলিম ও নূর মোহাম্মদ।
মোহাম্মদ সেলিম বলেন, এসব ফাঁকা বুলি। মাদু ও নূর মোহাম্মদ নিয়েছে, তিনি নেননি এ গাড়ি। তবে বিভিন্নভাবে চোরাচালান চলছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে বক্তব্য নিতে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চাকঢালা, নিকুছড়ি, জামছড়ি, সাপমারাঝিরি হয়ে অনেক পণ্য চোরাচারাচালান করছেন দুই দেশের চিহ্নিত পাচারকারীরা। তাঁরা বাংলাদেশ থেকে পাচার করছেন তেল, সার, ওষুধ, স্থানীয়ভাবে তৈরি গুলি-অস্ত্রসহ হরেক রকম পণ্য। এর মধ্যে সর্বশেষ আজ গেল দুটি দামি গাড়ি। একটি পিকআপ (ছোট ট্রাক), দ্বিতীয়টি খোলা জিপ। আর মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হচ্ছে ইয়াবা, সোনা, ক্রিস্টাল মেথ বা আইস, গবাদিপশুসহ বিভিন্ন রকম পণ্য।
সীমান্তের বাসিন্দা আবদুল হাকিম, আবদুর রহিম, ছৈয়দ আহমদসহ অনেকে জানান, চোরাকারবারি মাদু, সেলিম ও নূর মোহাম্মদের সিন্ডিকেট আজ গাড়ি দুটি পাচারে জড়িত। গাড়ি দুটি পাচারে দুজন সোর্সসহ ৩০ জন চেকার মোতায়েন ছিলেন বলে তাঁদের ভাষ্য।
গাড়ি দুটি পাচারে চাকঢালার কালুফকির সড়ক ও আশারতলী-সাপমারাঝিরি হয়ে গয়ালমারা দিয়ে পুরানমাইজ্জা সীমান্ত পয়েন্টে মিয়ানমারে ঢোকে বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য। তাঁরা বলেন, গাড়ি দুটি ওপারে পাচারে বাধা আসায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিন্ডিকেটের প্রধান মোহাম্মদ হোসেন মাদু বলেন, মানুষে বললে তিনি কী করবেন। এ দুটি গাড়ি পাচারে তিনি জড়িত নন।
একই বক্তব্য দেন সেলিম ও নূর মোহাম্মদ।
মোহাম্মদ সেলিম বলেন, এসব ফাঁকা বুলি। মাদু ও নূর মোহাম্মদ নিয়েছে, তিনি নেননি এ গাড়ি। তবে বিভিন্নভাবে চোরাচালান চলছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে বক্তব্য নিতে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে