ইটভাটায় পুড়ছে রায়হানদের স্বপ্ন
১০ বছরের শিশু রায়হান। এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও ভাগ্যের নির্মমতায় কাজ করছে ইটের ভাটায়। ইট তৈরি, ট্রলিতে টেনে ইট ভাটা পর্যন্ত পৌঁছানো, কাঁচা ইট রোদে শুকানো, মাটি বহনের মতো ভারি সব কাজই করছে রায়হান। বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের আমতলী এলাকায় এফবিএম ইটভাটায় রায়হানের সাক্ষাৎ মিল