বান্দরবানে এক লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানে চলতি অর্থ বছরে এক লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ত্বরান্বিত হবে এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।