চাক'রা চাকমা নয়, এরা একটি জনগোষ্ঠী
চাকদের নিয়ে সরকারি কোন জরিপ নেই। তবে ধারণা করা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী জনসংখ্যার দিক দিয়ে ৪র্থ জনগোষ্ঠী হলো চাক। সর্বশেষ চাকদের দেওয়া তথ্য মতে, এদের জনসংখ্যা আড়াই হাজার। এ জনগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, আছে নিজস্ব বর্ণমালা। চাক ভাষাকে তু বলা হয়। এরা মূলত বুদ্ধ ধর্ম অনুসারী।