Ajker Patrika

তিন দিনেও সন্ধান মেলেনি কৃষ্ণাতির

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৭
তিন দিনেও সন্ধান মেলেনি কৃষ্ণাতির

ভারী বর্ষণে পাহাড়ধসে নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার এখনো সন্ধান মেলেনি। এদিকে গতকাল শুক্রবার উদ্ধার অভিযানে দেখা যায়নি ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের। শুধু পরিবারের লোকজনকে খোঁজাখুঁজি করতে দেখা গেছে।

গত বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের পর ওই দিন সন্ধ্যায় কৃষ্ণাতি ত্রিপুরার দুই শিশুকে স্থানীয়ভাবে সমাহিতকরা হয়েছে। ত্রিপুরা সম্প্রদায়েররীতি অনুযায়ী তাদের সমাহিত করা হয়। স্থানীয় বাসিন্দা ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগদীশ ত্রিপুরা গতকাল শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্যনিশ্চিত করেন।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়ার মা, মেয়ে ও ছেলে পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে তাঁরা নিখোঁজ হন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের খোঁজাখুঁজি শুরু করে।

ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা বলেন, গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুই শিশু বাজেরুঙ (বিনিতা) ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরাকে (৮) উদ্ধার করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ত্রিপুরাপাড়া এলাকায় দুই শিশুকে সমাহিত করা হয়।

গতকাল শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার খোঁজ চালালেও পুলিশ ও ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে সেখানে যায়নি বলে জানান জগদিশ ত্রিপুরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার দিনভর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার খোঁজে আশপাশে অভিযান চালায়। তবে বিকেল বৈরি আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত