ঈদে আসছে প্রমা ইসলামের নতুন গান ‘দূরে সরে যাচ্ছো’
গান গাওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই। একাধিক ওস্তাদের কাছে নিয়েছেন গানের তালিম। ওস্তাদ নওয়াব আলী, ক্ষিতিশ চন্দ্র মল্লিক, আরিফুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌস আরা, পুজন দাসের মত গুনীজনদের কাছে গান শিখেছেন প্রমা ইসলাম।