অভিনেত্রীদের বসন্তবরণ
গত রোববার ছিল টিভি নাটকের অভিনেত্রীদের উৎসবের দিন। বসন্তবরণ করতে রাজধানীর পূর্বাচল লেডিস ক্লাবে এক হয়েছিলেন প্রায় ২০ জন অভিনেত্রী। দিলারা জামান, শর্মিলী আহমেদ, সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম থেকে শুরু করে হাজির ছিলেন এ সময়ের চুমকি, বিজরী, সুইটি, দীপা খন্দকার, নাদিয়ারাও।