‘একসঙ্গে চারটি কবর, আমার আর কেউ নেই’
শাওনের শাশুড়ি বলেন, ‘গত বুধবার রাত ১১টার সময় শাওন ও তার পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তখন তারা আমতলী ফেরিঘাটে ছিল। এরপরে আর কথা হয়নি। গভীর রাতে কেউ ফোন করে বলে ওরা পানিতে ডুবে মারা গেছে। একসঙ্গে চারটি কবর, আমার আর কেউ নেই।’