৭ ছানা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে শহরজুড়ে মালিকের মাইকিং
এ সময় মাইকে বলা হয়, ‘দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্কুলসংলগ্ন মো. শাহরিয়া নামের এক বাসিন্দার বাসা থেকে সাদা রঙের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো মারা যাবে।’