বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানকে। অন্য আসামিরা হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।
এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০)–এর ৪/৫ ধারায় খোকন হাওলাদার মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পো স্ট্যান্ডসংলগ্ন রাস্তায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের তৈরি মনগড়া রসিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করেন।
বাদীর অভিযোগ, এক নম্বর আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান পৌরসভার নামে জাল রসিদ তৈরি করে সাধারণ চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছেন।
মামলার বাদী খোকন হাওলাদার বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান যে রসিদ ব্যবহার করছেন, তা সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি। এটি একটি বেআইনি কর্মকাণ্ড এবং আমি মনে করি, এটি স্পষ্ট চাঁদাবাজি।’
খোকন হাওলাদার আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আগে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান গংদের বিরুদ্ধে ১৪ এপ্রিল সন্ধ্যার পরে বেতাগী এলাকায় মানববন্ধন হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছেন। বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন।
অন্যদিকে মো. নেছার উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বৈধভাবে ইজারার চার ভাগের এক ভাগ অংশীদার। আমার অংশে আমি রসিদ দিয়ে টোল আদায় করছি, এতে চাঁদাবাজির কিছু নেই।’
বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘খোকন হাওলাদার মামলা করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানকে। অন্য আসামিরা হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।
এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০)–এর ৪/৫ ধারায় খোকন হাওলাদার মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পো স্ট্যান্ডসংলগ্ন রাস্তায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের তৈরি মনগড়া রসিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করেন।
বাদীর অভিযোগ, এক নম্বর আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান পৌরসভার নামে জাল রসিদ তৈরি করে সাধারণ চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছেন।
মামলার বাদী খোকন হাওলাদার বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান যে রসিদ ব্যবহার করছেন, তা সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি। এটি একটি বেআইনি কর্মকাণ্ড এবং আমি মনে করি, এটি স্পষ্ট চাঁদাবাজি।’
খোকন হাওলাদার আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আগে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান গংদের বিরুদ্ধে ১৪ এপ্রিল সন্ধ্যার পরে বেতাগী এলাকায় মানববন্ধন হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছেন। বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন।
অন্যদিকে মো. নেছার উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বৈধভাবে ইজারার চার ভাগের এক ভাগ অংশীদার। আমার অংশে আমি রসিদ দিয়ে টোল আদায় করছি, এতে চাঁদাবাজির কিছু নেই।’
বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘খোকন হাওলাদার মামলা করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে