Ajker Patrika

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ২০: ৩৯
আহত তিন শিক্ষক। ছবি: সংগৃহীত
আহত তিন শিক্ষক। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত শিক্ষকেরা হলেন গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী, পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল হাসান ও চরটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব বাকী বিল্লাহ ফরাজী, তাঁর ছোট ভাই শফিউল্লাহ ফরাজীসহ কয়েকজন যুবক।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যসচিব নেছার আহমেদ বলেন, ‘আমাদের এক শিক্ষকের সঙ্গে দুই দিন আগে বাগ্‌বিতণ্ডা হয় শফিউল্লাহ ফরাজীর সঙ্গে। সেই বিষয় নিয়ে সালিসি বৈঠকের নির্ধারিত তারিখ থাকায় আমরা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বাকী বিল্লাহ ফরাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা তিনজন সহকারী শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাঁদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’

অভিযোগের বিষয়ে অস্বীকার করে বাকী বিল্লাহ ফরাজী সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে যাওয়ার পথে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা আমার ওপর হামলা করে। এ সময় আমার সঙ্গে হাতাহাতি হয়েছে।’

আহত সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন।’

এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, তিনজন শিক্ষককে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। 

এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন শিক্ষককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাঁদের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত