নির্মিতব্য ঘরের টাকাও পুড়ল ঘরের আগুনে
কয়েক ঘণ্টা আগেও এখানে বসতি ছিল, আসবাবপত্রে সাজানো ছিল সংসার। কিন্তু এখন সবই পুড়ে কয়লা। নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা ৮ লাখ টাকাও পুড়ে গেছে সর্বনাশা আগুনে। পুড়ে যাওয়া টাকার বাকি অংশগুলো রাখা একটি গামলা সামনে নিয়ে কয়েকজন বসে আছেন। চেহারাই বলে দিচ্ছে, পুড়ে যাওয়া এই বাড়ির মালিক তাঁরা।