বরগুনা প্রতিনিধি
কয়েক ঘণ্টা আগেও এখানে বসতি ছিল, আসবাবপত্রে সাজানো ছিল সংসার। কিন্তু এখন সবই পুড়ে কয়লা। নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা ৮ লাখ টাকাও পুড়ে গেছে সর্বনাশা আগুনে। পুড়ে যাওয়া টাকার বাকি অংশগুলো রাখা একটি গামলা সামনে নিয়ে কয়েকজন বসে আছেন। চেহারাই বলে দিচ্ছে, পুড়ে যাওয়া এই বাড়ির মালিক তাঁরা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাজারসংলগ্ন কর্মকারপাড়ায় আগুনে পুড়েছে পাঁচটি ঘর। এই ঘরগুলো বাজারেরই ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল, সমীর, স্বপন ও কমল কর্মকারের। এর মধ্যে শ্যামল পেশায় কামার, সমীর স্বর্ণকার, স্বপন দরজি ও কমল কামারের কাজ করেন।
সমীর কর্মকার বলেন, তাঁর বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ঘরের লোকজন পাশে উজ্জ্বলের বাসায় গিয়েছিল। আগুন দেখে তড়িঘড়ি করে ছুটে আসে। তবে ঘরের কোনো কিছুই আগুনের হাত থেকে বাঁচানোর সুযোগ ছিল না। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।
ঘণ্টাখানেক পর বরগুনা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে। স্বপন কর্মকার বলেন, ‘আমার ও পরিবারের অন্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই।’
সমীর বাজারের স্বর্ণ কারিগর। তিনি বলেন, ‘ঘরে প্রায় আট ভরি সোনা ও ৬০ হাজারের মতো টাকা ছিল। সব পুড়ে গেছে। এ ছাড়া কমলের ঘরের দরজি কাপড়, সেলাই মেশিনও পুড়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মল্লিক বলেন, পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র মিলিয়ে পাঁচটি ঘরের প্রায় এক কোটি টাকার সম্পদ আগুনে পুড়েছে। তাঁদের দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।
ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু রাস্তা খারাপ থাকায় পৌঁছাতে সময় লেগেছে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় সরকারি সহায়তা দেওয়া হবে।
কয়েক ঘণ্টা আগেও এখানে বসতি ছিল, আসবাবপত্রে সাজানো ছিল সংসার। কিন্তু এখন সবই পুড়ে কয়লা। নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা ৮ লাখ টাকাও পুড়ে গেছে সর্বনাশা আগুনে। পুড়ে যাওয়া টাকার বাকি অংশগুলো রাখা একটি গামলা সামনে নিয়ে কয়েকজন বসে আছেন। চেহারাই বলে দিচ্ছে, পুড়ে যাওয়া এই বাড়ির মালিক তাঁরা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাজারসংলগ্ন কর্মকারপাড়ায় আগুনে পুড়েছে পাঁচটি ঘর। এই ঘরগুলো বাজারেরই ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল, সমীর, স্বপন ও কমল কর্মকারের। এর মধ্যে শ্যামল পেশায় কামার, সমীর স্বর্ণকার, স্বপন দরজি ও কমল কামারের কাজ করেন।
সমীর কর্মকার বলেন, তাঁর বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ঘরের লোকজন পাশে উজ্জ্বলের বাসায় গিয়েছিল। আগুন দেখে তড়িঘড়ি করে ছুটে আসে। তবে ঘরের কোনো কিছুই আগুনের হাত থেকে বাঁচানোর সুযোগ ছিল না। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।
ঘণ্টাখানেক পর বরগুনা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে। স্বপন কর্মকার বলেন, ‘আমার ও পরিবারের অন্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই।’
সমীর বাজারের স্বর্ণ কারিগর। তিনি বলেন, ‘ঘরে প্রায় আট ভরি সোনা ও ৬০ হাজারের মতো টাকা ছিল। সব পুড়ে গেছে। এ ছাড়া কমলের ঘরের দরজি কাপড়, সেলাই মেশিনও পুড়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মল্লিক বলেন, পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র মিলিয়ে পাঁচটি ঘরের প্রায় এক কোটি টাকার সম্পদ আগুনে পুড়েছে। তাঁদের দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।
ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু রাস্তা খারাপ থাকায় পৌঁছাতে সময় লেগেছে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় সরকারি সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রাম ইপিজেডে ব্যবসায়ী মাহফুজুর রহমান (২৪) হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত আসামিদের উপস্থিতিতে এই সাজা দেন।
৬ মিনিট আগেযশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শার্শা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগেবিক্রমপুর মডেল টাউনের উপমহাপরিচালক রনি গাজী বলেন, ‘আমাদের সুপারভাইজার জুনায়েদের কোমরে ও পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক আছেন,
৮ মিনিট আগেরাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে প্রকাশ্যে গুলি চালানো যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনি (৩৬) জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন। তাঁর মুক্তির খবরে ক্ষোভে ফেটে পড়েছেন নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁরা রনিকে পুনরায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ দাবিতে তাঁরা আজ মঙ্গলবার রাজ
১৪ মিনিট আগে