আমতলীতে লাম্পি স্কিন রোগে তিন শতাধিক গরুর মৃত্যু, ওষুধ সংকটে খামারিরা বিপাকে
ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, গরুর শরীরে গোটা উঠে, প্রচণ্ড জ্বর হয়। পরে সেসব গোটা ফেটে রক্ত ও পুঁজ বের হয়, একপর্যায়ে গরু মারা যায়। প্রাণিসম্পদ অফিস থেকে ব্যবস্থাপত্র মিললেও ওষুধ পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।