উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করল সিএনএন
উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করেছে সিএনএন। তিনি দীর্ঘদিন সিএনএনের উপস্থাপক ছিলেন। ডন লেমন নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টুইট বার্তায় লেমন লেখেন, ‘এ সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’ তিনি জানান, বরখাস্তের বিষয়টি সরাসরি তাঁকে জানানো হয়নি