মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁয় অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জামায়াতের সাবেক নেতা ও মান্দা নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার (৮ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে পদটি শূন্য ঘোষণার জন্য নির্দেশ দিলেও বিষয়টি আজ বুধবার জানা যায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, করোনার সময় সরকারের বরাদ্দ করা ৩৫ হাজার টাকা আত্মসাৎসহ টিআর, কাবিখা, এলজিএসপি-৩ ও হাট-বাজার উন্নয়নে বরাদ্দ দেওয়ার বিনিময়ে ইউপি সদস্যদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন চেয়ারম্যান ইয়াছিন আলী। এসব বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের দশজন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন।
ইউপি সদস্যদের আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ও দুই–তৃতীয়াংশের বেশি সদস্যের অনাস্থা প্রস্তাবটি অনুমোদন হওয়ায় নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের পদটি (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো পত্র পায়নি। পেলে জানানো হবে।’
স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
উল্লেখ্য, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক জামায়াত ইসলামির মান্দা থানার (দক্ষিণ) সাবেক আমির।
নওগাঁয় অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জামায়াতের সাবেক নেতা ও মান্দা নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার (৮ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে পদটি শূন্য ঘোষণার জন্য নির্দেশ দিলেও বিষয়টি আজ বুধবার জানা যায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, করোনার সময় সরকারের বরাদ্দ করা ৩৫ হাজার টাকা আত্মসাৎসহ টিআর, কাবিখা, এলজিএসপি-৩ ও হাট-বাজার উন্নয়নে বরাদ্দ দেওয়ার বিনিময়ে ইউপি সদস্যদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন চেয়ারম্যান ইয়াছিন আলী। এসব বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের দশজন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন।
ইউপি সদস্যদের আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ও দুই–তৃতীয়াংশের বেশি সদস্যের অনাস্থা প্রস্তাবটি অনুমোদন হওয়ায় নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের পদটি (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো পত্র পায়নি। পেলে জানানো হবে।’
স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
উল্লেখ্য, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক জামায়াত ইসলামির মান্দা থানার (দক্ষিণ) সাবেক আমির।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে