Ajker Patrika

নওগাঁয় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁয় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁয় অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জামায়াতের সাবেক নেতা ও মান্দা নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার (৮ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে পদটি শূন্য ঘোষণার জন্য নির্দেশ দিলেও বিষয়টি আজ বুধবার জানা যায়। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, করোনার সময় সরকারের বরাদ্দ করা ৩৫ হাজার টাকা আত্মসাৎসহ টিআর, কাবিখা, এলজিএসপি-৩ ও হাট-বাজার উন্নয়নে বরাদ্দ দেওয়ার বিনিময়ে ইউপি সদস্যদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন চেয়ারম্যান ইয়াছিন আলী। এসব বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের দশজন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন। 

ইউপি সদস্যদের আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ও দুই–তৃতীয়াংশের বেশি সদস্যের অনাস্থা প্রস্তাবটি অনুমোদন হওয়ায় নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের পদটি (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়। 

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো পত্র পায়নি। পেলে জানানো হবে।’ 

স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

উল্লেখ্য, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক জামায়াত ইসলামির মান্দা থানার (দক্ষিণ) সাবেক আমির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত