টোকেনই ভরসা-টোকেনে ব্যবসা, টোকেন দেখালে দূর হয় সব সমস্যা
ফেনী জেলার বিভিন্ন সড়কে মাসে ৫০০ থেকে ১২০০ টাকার টোকেন-স্টিকার দিয়ে বৈধ-অবৈধ মিলে চলছে প্রায় ২৪ হাজার সিএনজি অটোরিকশা। এসব অটোরিকশার নেই কোনো নাম্বার প্লেট, রুট পারমিট কিংবা কোনো বৈধ কাগজপত্র। এর মধ্যে ৮০ শতাংশ চালকের নেই আবার ড্রাইভিং লাইসেন্স। চালকেরা জানান, এই টোকেন সঙ্গে থাকলে তাঁদের পুলিশ আটকায়