ফেনী প্রতিনিধি
ফেনীতে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিসসহ কাভার্ডভ্যানের চালক মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ফেনীর হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃত শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়করা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ও চোরাচালানকারী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন চোরাকারবারিরা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি-কাপড় একটি কাভার্ডভ্যানে করে ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ফেনীর হাসপাতাল মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪২টি পাটের বস্তা ও ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক মো. শাহ আলমকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে সুকৌশলে ভারতীয় মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা হচ্ছে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন তাঁরা। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ১০ হাজার টাকা।’
মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
ফেনীতে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিসসহ কাভার্ডভ্যানের চালক মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ফেনীর হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃত শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়করা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ও চোরাচালানকারী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন চোরাকারবারিরা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি-কাপড় একটি কাভার্ডভ্যানে করে ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ফেনীর হাসপাতাল মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪২টি পাটের বস্তা ও ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক মো. শাহ আলমকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে সুকৌশলে ভারতীয় মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা হচ্ছে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন তাঁরা। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ১০ হাজার টাকা।’
মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
আজ এ চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
৭ মিনিট আগেকাউন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৃহত্তর ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটরমালিক সমিতি। আজ মঙ্গলবার দুপুরে নগরীর মাসকান্দায় ঢাকাগামী বাসস্ট্যান্ডের কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এর জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়।
১০ মিনিট আগেসাতক্ষীরায় স্কুলশিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বল্লী গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক এ কথা নিশ্চিত করেন।
১২ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছেন তাঁর মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। গতকাল সোমবার (১৮ আগস্ট) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে