কাজ পুরুষের সমান তবু মজুরি কম
তিনজন নারী শ্রমিক। তাঁরা হলেন নাহিদা আক্তার, আনোয়ারা বেগম ও ফাতেমা খাতুন। তাঁদের দুজন বিধবা। একজনকে ছেড়ে গেছেন স্বামী। তিনজনই প্রায় ২০ বছর ধরে গাতা করে (দল বেঁধে) দিনমজুরি করেন। কখনো পুরুষের সঙ্গে মাটি কাটেন। কখনো ধানের চারা রোপণ করেন। কখনোবা ধানখেতে নিড়ানি দেন কিংবা রাজমিস্ত্রির সহযোগীর কাজ করেন। স