ইরানের গুহাবাসী মানুষেরা
এখনো মানুষ গুহায় থাকতে পারে, এটা বিশ্বাস হয়? ইরানের উত্তর-পশ্চিমের দুর্গম এলাকায় গেলে আপনি সত্যি দেখা পেয়ে যাবেন আধুনিক যুগের গুহাবাসী মানুষদের। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের এই গ্রামের নাম কান্দোভান। ধারণা করা হয়, আজ থেকে ৭০০ বছর আগে গোড়াপত্তন হয় গ্রামটির। এখন পর্যটকদের ভারি প্রিয় এক গন্তব্য এটি