মাদারীপুরে হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, পুলিশের বাধার অভিযোগ
মাদারীপুরে একটি হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়রা। এ সময় মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা। আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।