মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে একটি হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়রা। এ সময় মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা। আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় ও মানববন্ধনে অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাশেম মাতুব্বরের ছেলে আউয়াল মাতুব্বরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। তাঁরা মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যাওয়ার পথে বাংলাবাজার সড়কে আসলে পুলিশ বাধা দেয়। পরে তাঁরা প্রায় তিন ঘণ্টা বাংলাবাজার সড়ক অবরোধ করে রাখেন। সেই সঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত আউয়াল মাতুব্বরের ভাই দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ‘আমরা শহরে গিয়ে ডিসি ও এসপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া এবং এই হত্যার অপরাধীদের ফাঁসির দাবি করতাম। কিন্তু পথিমধ্যেই পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দেয়। তারা আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যেতে দেয়নি। পরে আমরা বাংলাবাজার এলাকায় মানববন্ধন করেছি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা এরই মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তা ছাড়া মানববন্ধনে আগে থেকে কোনো অনুমতি ছিল না। একসঙ্গে অনেক মানুষ জড়ো হলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা ছিল। সেটাই তাদের বোঝানো হয়েছে।’
মাদারীপুরে একটি হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়রা। এ সময় মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা। আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় ও মানববন্ধনে অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাশেম মাতুব্বরের ছেলে আউয়াল মাতুব্বরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। তাঁরা মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যাওয়ার পথে বাংলাবাজার সড়কে আসলে পুলিশ বাধা দেয়। পরে তাঁরা প্রায় তিন ঘণ্টা বাংলাবাজার সড়ক অবরোধ করে রাখেন। সেই সঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত আউয়াল মাতুব্বরের ভাই দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ‘আমরা শহরে গিয়ে ডিসি ও এসপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া এবং এই হত্যার অপরাধীদের ফাঁসির দাবি করতাম। কিন্তু পথিমধ্যেই পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দেয়। তারা আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যেতে দেয়নি। পরে আমরা বাংলাবাজার এলাকায় মানববন্ধন করেছি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা এরই মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তা ছাড়া মানববন্ধনে আগে থেকে কোনো অনুমতি ছিল না। একসঙ্গে অনেক মানুষ জড়ো হলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা ছিল। সেটাই তাদের বোঝানো হয়েছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫